মেহেরপুরে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
প্রকাশ : 2022-02-15 19:41:08১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মেহেরপুরে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ ৮ দফা দাবি পূরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা শাখা স্বাধীনতা শিক্ষক-কর্মচারী ফাউন্ডেশনের আহবায়ক মোঃ আশরাফুজ্জামানের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, স্বাধীনতা শিক্ষক-কর্মচারী ফাউন্ডেশনের মুজিবনগর উপজেলা সাধারণ সম্পাদক মোঃ আনারুল ইসলাম, সদর উপজেলা সভাপতি মোঃ তাহাজউদ্দীন, জেলা সাধারণ সম্পাদক মোঃ আলিফ হোসেন প্রমুখ। বক্তব্য শেষে মেহেরপুর জেলা প্রশাসক ডঃ মুনসুর আলম খানের হাতে স্মারকলিপিটি তুলে দেওয়া হয়। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন।