মেহেরপুরে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১৪০তম শাখা উদ্বোধন
প্রকাশ : 2022-12-28 14:40:27১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মেহেরপুরে শাহ্জালাল ইসলামী ব্যাংক এর ১৪০ তম শাখা উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বেলা বারোটার দিকে মেহেরপুর কাঁশারী বাজার কেরমা প্লাজার দ্বিতীয় তলা ভবনে এসিডিপি ও হেড অফ সিএসডি শাহ্জালাল ব্যাংকের প্রধান মোঃ মামুদুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৪০ তম শাখা ফিতা কেটে উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক (যশোর শাখা) মোঃ সাহিদুল রহমান, মেহেরপুর শাহ্জালাল ইসলামী ব্যাংকের ম্যানেজার মীর তৌহিদ আহমেদ, সাবেক পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী সহ সাধারণ মানুষ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। উদ্বোধন শেষে সেখানে দোয়া ও মোনাজাত করা হয়।