মেহেরপুরে র‌্যাবের অভিযানে পিস্তল ও গুলিসহ যুবক আটক

প্রকাশ : 2022-11-24 09:39:04১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মেহেরপুরে র‌্যাবের অভিযানে পিস্তল ও গুলিসহ যুবক আটক

মেহেরপুরের গাংনীতে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ মিল্টন হোসেন (২০) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় তাকে আটক করা হয়। র‌্যাব- ১২ মেহেরপুরের গাংনী ক্যাম্প এই অভিযান পরিচালনা করে। আটককৃত গাংনী উপজেলার লক্ষীনারয়ণপুর ধলা গ্রামের শাহাবুদ্দীনের ছেলে মিল্টন হোসেন। 

র‌্যাব সুত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় গাংনী-মেহেরপুর প্রধান সড়কের পাশে ঝিনের পুল এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। এসময় ঝোপের মধ্যে পরিত্যাক্ত অবস্থায় একটি ম্যাগজিনসহ বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। তাৎক্ষনিকভাবে পিস্তলের মালিককে পাওয়া না গেলেও র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়। এক পর্যায়ে র‌্যাবের পক্ষ থেকে গোয়েন্দা তথ্যে নিশ্চিত হয় এর মালিকের বিষয়ে। সেমত সন্ধ্যায় গাংনী হাসপাতালের সামনে আরও একটি অভিযান চালিয়ে র‌্যাবের ওই অভিযান দলটি। এসময় মিল্টন হোসেনকে আটক করতে সখ।সক্ষম হয় র‌্যাব। আটক মিল্টনের জ্যাকেটের পকেট থেকে এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মিল্টনের কাছ থেকে উদ্ধার হওয়া গুলি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার হওয়া বিদেশী পিস্তলের বলে নিশ্চিত হয় র‌্যাব। অভিযানের নেতৃত্বে ছিলেন র‌্যাব-১২ গাংনী ক্যাম্প কোম্পানী কমান্ডার আবুল কালাম আজাদ। র‌্যাব জানায়, বিদেশ পিস্তল, ম্যাগজিন ও গুলি রাখার অপরাধে মিল্টনের নামে মামলা দায়ের করা হয়েছে।