মেহেরপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন
প্রকাশ : 2022-12-16 18:05:07১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মেহেরপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালন করা হয়েছে। শুক্রবার সূর্যোদয়ের আগে মেহেরপুর সার্কিট হাউজ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সূচনা হয়। পরে সকাল সাড়ে ছয়টার দিকে কলেজ মোড়ে স্মৃতি সৌধে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি’র পক্ষ থেকে পুষ্প মাল্য অর্পণ করেন জেলা প্রশাসন ডঃ মোঃ মনসুর আলম খান। এরপর পরপরই জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ডঃ মোঃ মনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় একে একে মেহেরপুর জেলার সকল সরকারি ও বেসরকারি অফিসের পক্ষ থেকে কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে সেখানে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সকাল সাড়ে আটটার দিকে মেহেরপুর জেলা ষ্টেডিয়াম মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। জাতীয় পতাকা উত্তোলন শেষে কুচকাওয়াজ পরিদর্শন করেন।
এদিকে বেলা বাড়ার সাথে সাথে মেহেরপুর জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি’র নেতৃত্বে বিজয় মিছিল ও পরে জেলা বিএনপি’র পক্ষ থেকে সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে বিজয় মিছিল বের করে দু’দলই শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলেজ মোড়ে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পন শেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও মেহেরপুরের বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বিজয় র্যালি করে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পন করে। বিজয় দিবস কে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে লাঠি খেলা, স্বাধীনতার ইতিহাসের প্রামাণ্যচিত্র, সাংস্কৃতি সহ নানা আয়োজন করা হয়েছে।