মেহেরপুরে মঞ্চায়ন নাটক “বোধন” 

প্রকাশ : 2021-10-23 09:34:40১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মেহেরপুরে মঞ্চায়ন নাটক “বোধন” 

মেহেরপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে বোধন নাটক মঞ্চায়ন করা হয়েছে। শুক্রবার রাতে সরকারি কলেজ মাঠে এ নাটক অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অনুষ্ঠানে জুমের মাধ্যমে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী নাটকের উদ্বোধন ঘোষণা করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম, বিজিবি-৬ এর পরিচালক লেঃ কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান, সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম। পরে সেখানে মুজিব শতবর্ষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে গণহত্যার পরিবেশ থিয়েটারের ভাবনা ও পরিবেশনায়, লিয়াকত আলী লাকীর বোধন নাটক মঞ্চায়ন করা হয়।
 
বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা ১৯৭২ সালের গণহত্যার বিভিন্ন চিত্র তুলে ধরে নাটক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি উপভোগ করতে বিপুল পরিমান দর্শক মেহেরপুর সরকারী কলেজ মাঠে আসেন।