মেহেরপুরে ভ্রাম্যমান অভিযান, দুটি প্রতিষ্ঠানকে জরিমানা   

প্রকাশ : 2022-11-22 17:56:21১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মেহেরপুরে ভ্রাম্যমান অভিযান, দুটি প্রতিষ্ঠানকে জরিমানা   

২০২২ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার বড়বাজার  এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয় এবং দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। মঙ্গলবার সকালের দিকে বড়বাজারে তদারকিকালে মেসার্স নবাব স্টোরে আইন বহির্ভূতভাবে বোতলজাত সয়াবিন তেলের গায়ের মুল্য কালো কালি দিয়ে মুছে অধিক মুল্যে বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এছাড়া বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষিত মেয়াদ উত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক নবাব আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ও ৫১ ধারায় ১৫,০০০/- টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে আরও বেশকিছু প্রতিষ্ঠান তদারকি করা হয়। মেসার্স গনি স্টোরকে মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ মুল্য বিহীন পণ্য বিক্রয়ের অপরাধে ৩৭ ধারায় ৩,০০০/- টাকাসহ অভিযানে ০২ টি প্রতিষ্ঠানকে মোট ১৮,০০০/- টাকা জরিমানা করা হয়। এসময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, পণ্যের ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ ও প্রদানের নির্দেশনা দেয়া হয়। অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ। সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা জনাব মোঃ তারিকুল ইসলাম ও মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারি পরিচালক সজল আহমেদ।