মেহেরপুরে বিস্ফোরক মামলায় ইউপি সদস্যসহ ৪ আসামীর ৭ বছর কারাদন্ড
প্রকাশ : 2021-03-26 16:03:09১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মেহেরপুর জেলার গাংনীতে বিস্ফোরক মামলায় ইউপি সদস্যসহ ৪ আসামীকে ৭ বছরের কারাদন্ড ও ১১ আসামীকে বেকসুর খালাস দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল ২য় আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় ঘোষনা করেন। দন্ডিত আসামীরা হলেন গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের ৮ নং ওয়ার্ডের সদস্য হাসান আলী, ইয়াদুল ইসলাম, সুরুজ আলী ও নুহু আলী। রায় ঘোষনার সময় ইউপি সদস্য হাসান আলী আদালতে উপস্থিত থাকলেও অন্য আসামীরা পলাতক রয়েছে। মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ১২ ফেব্রুয়ারী মধ্যরাতে গাংনী-হাটবোয়ালিয়া সড়কের মালসাদহ এলাকায় সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছালে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশ পাল্টা গুলি চালায়। সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় হাসান, ইয়াদুল, সুরুজ ও নুহুকে গ্রেপ্তার করেন।
ওই ঘটনায় গাংনী থানার এসআই জয়নাল আবেদীন বাদি হয়ে ১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার এস আই টিপু সুলতান প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলায় মোট ১৮ জন স্বাক্ষী তাদের স্বাক্ষ্য প্রদান করেন। এতে আসামি হাসান, ইয়াদুল, সুরুজ ও নুহু দোষী প্রমাণিত হলে বিজ্ঞ আদালত তাদের প্রত্যেককে ৭ বছর করে সশ্রম কারাদন্ড দেন। অন্যদের বেকুসুর খালাস দেওয়া হয়। সাজাপ্রাপ্ত হাসান কে কারাগারে পাঠানো হয়েছে। সাজাপ্রাপ্ত অপর আসামি ইয়াদুল, সুরুজ, নুহু পলাতক রয়েছে। মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি কাজী শহীদুল হক ও আসামী পক্ষে জিল্লুর রহমান আইনজীবীর দায়িত্ব পালন করেন।