মেহেরপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
প্রকাশ : 2022-04-07 19:16:31১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মেহেরপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য এই শ্লোগানে মেহেরপুর জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ মোঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকীর নেতৃত্বে মেহেরপুর পৌর গেট থেকে একটি র্যালী বের করে। র্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন অফিসে গিয়ে শেষ হয়।
এসময় মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ জমির, মোঃ হাসিবুস সাত্তার, মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রসেনজিৎ প্রণয় মিশ্র, মেহেরপুর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শফিকুল আলম, ইপিআই সুপার আব্দুস সালাম, ব্রাকের জেলা প্রতিনিধি ফজলুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।