মেহেরপুরে বিভিন্ন ল্যাব-ডায়াগনস্টিকে জেল-জরিমানা ও সাময়িক সিলগালা

প্রকাশ : 2022-01-16 21:20:33১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মেহেরপুরে বিভিন্ন ল্যাব-ডায়াগনস্টিকে জেল-জরিমানা ও সাময়িক সিলগালা

মেহেরপুরে বিভিন্ন ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রসাশন ও সাস্থ্য বভিাগ। রবিবার দুপুরের দিকে সহকারী কমিশনার (ভুমি) মোঃ আবু সাঈদ এর নেতৃত্বে রাবেয়া মেডিকেল সার্ভিসেস এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। 

এ সময় ১৯৮২ সালের মেডিকেল প্রাক্টিস ও বেসরকারী ক্লিনিক এবং ল্যাবরেটরি নিয়ন্ত্রন অধ্যাদেশ এর ১৩ এর ২ ধারায় দোষী সাব্যস্ত করে ডায়াগনিস্টিক কতৃপক্ষ আব্দুল লতিফ ও এম এ বাশার মুকুলকে  ১০ দিনের জেল প্রদান করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এর নেতৃত্বে সনো ল্যাব ও ডায়াগনিস্টিক সেন্টার ও লাইফ কেয়ার ডি-ল্যাব এন্ড হসপিটাল লিমিটেড এ অভিযান চালানো হয়। একই ধারায় সনো ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা ও লাইফ কেয়ার ডি-ল্যাব এন্ড হসপিটাল লিমিটেড এ উপযুক্ত নথি প্রদর্শনের শর্তে সাময়িক বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয় এবং সেই সাথে সিলগালা করা হয়। 

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সাস্থ্য বিভাগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ফয়সাল হারুন। পরবর্তিতে এমন আরো ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। ডাক্তারদের নিয়ম বহিভূত কার্যক্রমের বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহন করা হবে বলে জানান ডা. ফয়সাল হারুন ।