মেহেরপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ
প্রকাশ : 2022-05-14 16:42:05১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
দেশ ব্যাপী আওয়ামী সন্ত্রাসী, নৈরাজ্য ও লাগামহীন দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি। শনিবার সকাল ১০টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী এ্যাড. গৌতম চক্রবর্তী। এছাড়া সেখানে আরো উপস্থিত ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড, মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
এসময় বক্তারা বলেন, শৃলংঙ্কা আজ দেওলিয়া হয়ে গেছে, বাংলাদেশ সেই পথেই হাটছে। দেশের অবস্থা আজ খুবই লাজুক। দিনের পর দিন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে। সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে কিন্তু সরকার তা নিয়ন্ত্রন করতে পারছে না। এই সরকারের পদত্যাগ করা উচিত বলেও বিক্ষোভ সমাবেশে বক্তারা মন্তব্য করেন।