মেহেরপুরে বাংলাদেশ বেতার এর স্টেশন স্থাপনের লক্ষে স্থান পরিদর্শন
প্রকাশ : 2021-10-29 10:02:47১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি’র ঐকান্তিক প্রচেষ্টায় মেহেরপুরে বাংলাদেশ বেতার এর ষ্টেশন চালু হতে যাচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক (বার্তা) এ এস এম জাহিদ এর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল এলাকায় বাংলাদেশ বেতারের একটি পূর্ণাঙ্গ এফএম কেন্দ্র চালু করার জন্য সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সরেজমিনে স্থান পরিদর্শন করেন।
এ সময় বাংলাদেশ বেতারের পরিচালক(অনুষ্ঠান)সায়েদ মোস্তফা কামাল,স্টেশন প্রকৌশলী-কারিগরী কার্যক্রম মোঃ কামাল হোসেন,উপ-স্টেশন প্রকৌশলী- পরিকল্পনা শাখা মোঃ নিয়ামত আলী, খুলনা বেতারের উপ-বার্তা নিয়ন্ত্রক মোঃ নূরুল ইসলাম, মেহেরপুরের গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শম্ভু রামপাল,সেটেলমেন্ট অফিসার মোঃ রাকিবুল ইসলাম ও বাংলাদেশ বেতারের জেলা সংবাদদাতা মোঃ আলামিন হোসেন এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য প্রায় দেড় একর জমির উপর বাংলাদেশ বেতারের একটি পূর্ণাঙ্গ এফএম কেন্দ্র নির্মাণ করা হবে।