মেহেরপুরে পৃথক অভিযানে ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধারসহ আটক এক
প্রকাশ : 2022-04-18 10:39:07১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মেহেরপুরে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের মাদক বিরোধী পৃথক দুটি অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ জামিরুল ইসলাম জাম্বু (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃত মেহেরপুরের গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের আরমান আলীর ছেলে জামিরুল ইসলাম জাম্বু। ডিবি পুলিশ জানান, রবিবার বিকালে মেহেরপুর জেলার গাংনী উপজেলার পৃথক দুটি স্থানে গোপন সূত্রে খবর পেয়ে এ অভিযান চালানো হয়।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এসআই অজয় কুমার কুন্ডু, এএসআই বিশ্বজিৎ সরকার সহ ডিবির একটি টিম প্রথমে বিকাল সাড়ে চারটার দিকে গাংনী তেরাইল গ্রামের হামিদুল মাস্টারের মেহগনি বাগানে নাড়ার মধ্যে সাদা বস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। পরে সন্ধ্যা ছয়টার দিকে গাংনী মোহাম্মদপুর গ্রামে জামিরুল ইসলাম জাম্বুর বসতবাড়ীতে অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।