মেহেরপুরে পুলিশের অভিযানে ১০ আসামি গ্রেফতার
প্রকাশ : 2022-06-09 19:46:57১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মেহেরপুরে পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভূক্ত ৩ আসামিসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে জিআর মামলার ২, সিআর মামলার ১ জন ও নিয়মিত মামলায় ৭ জন আসামি রয়েছে। গাংনী থানা পুলিশ সি-আর মামলায় আদালতের পরোয়ানাভূক্ত ১ জন ও নিয়মিত মামলায় ৫ জনসহ ৬ জনকে গ্রেফতার করেছে। সদর থানা পুলিশ ২ জনকে ও মুজিবনগর থানা পুলিশ ১ জনকে গ্রেফতার করেন।
বুধবার (৮ জুন) দিবাগত রাতে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক, মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল ও সদর থানার ওসি শাহ দারা খান। পুলিশের পৃথক টীম এ অভিযানে অংশ নেন। এছাড়া গত ২৪ ঘন্টায় গাংনী থানায় বিভিন্ন ধারায় তিনটি ও মুজিবনগর থানায় একটি মাদক আইনে মামলা রেকর্ড হয়েছে। মেহেরপুর পুলিশ সুপারের কন্ট্রোল রুম এ তথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার সকালের দিকে এসব আসামিদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।