মেহেরপুরে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ : 2022-10-12 18:56:37১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মেহেরপুরে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মেহেরপুরের গাংনী বাজারের দুটি প্রতিষ্ঠানে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে মেহেরপুর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদের নেতৃত্ব ভোক্তা অধিদপ্তরের একটি টিম এ অভিযান পরিচালনা করেন।  এসময় অপরিচ্ছন্ন পরিবেশ ও নিম্ন মানের খাবার পরিবেশনের দায়ে গাংনী সুইট্স অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডার ও বিরানী হাউজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে বাসি ও নিম্ন মানের সবজি বিক্রির দায়ে মেসার্স নাজ ভাণ্ডারকে এক হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করা হয়। অভিযানে মেহেরপুর জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।