মেহেরপুরে জোড়া খুনের মামলার আসামী আটক
প্রকাশ : 2021-11-18 19:50:28১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষীনারায়ণপুর ধলা গ্রামের জোড়া খুনের মামলার পলাতক আসামী জেলহাজ আলীকে আটক করেছে র্যাব সদস্যরা। বুধবার সকালের দিকে র্যাব-৬ -গাংনী ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেনারেল হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক জেলহাজ (৫৫) লক্ষীনারায়ণপুর ধলা গ্রামের মৃত নজীমুদ্দীনের ছেলে। র্যাব সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী লক্ষীনারায়ণপুর ধলা গ্রামের আজমাইন হোসেন টুটুল তার কর্মীদের নিয়ে একটি মহল্লায় গত ৯ নভেম্বর সকালে ভোট চাইতে যান।
এসময় প্রতিদ্বন্ধী প্রার্থী আতিয়ার রহমানের কর্মীদের সাথে প্রথম দিকে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে সংঘর্ষের রুপ নেয়। এসময় আতিয়ারের পক্ষেও লোকজন টুটুলের পক্ষের ২ সহোদরকে কুপিয়ে হত্যা করে। এছাড়াও দু’পক্ষের অর্ধশত কর্মী-সমর্থক আহত হয়। এ ঘটনায় নিহতদের বড় ভাই বাদি হয়ে একাধিক জনের নামে গাংনী থানায় হত্যা মামলা করেন। আটককৃত জেলহাজ ওই মামলার এজাহারভূক্ত আসামি। আটকের পর জেলহাজকে গাংনী থানায় হস্তান্তর করা হয়।