মেহেরপুরে একদিনে ২২ হাজার ৫০০ জনকে ভেকসিন প্রদান
প্রকাশ : 2021-09-29 09:57:10১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
করোনা ভাইরাস প্রতিরোধে বিশেষ বরাদ্দের আওতায় একদিনে মেহেরপুর জেলায় ২২ হাজার ৫০০ জনকে ভেকসিন প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত মেহেরপুর জেলার ১৫টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় এসকল ভ্যাকসিন দেওয়া হয়।
মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন, কুতুবপুর ইউনিয়ন, মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন, মোনাখালী ইউনিয়ন, বাগোয়ান ইউনিয়ন, মহাজনপুর ইউনিয়ন, গাংনী পৌরসভা, গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন, তেঁতুলবাড়িয়া ইউনিয়ন, কাজিপুর ইউনিয়ন, মটমুড়া ইউনিয়ন, বামুন্দি ইউনিয়ন, রায়পুর ইউনিয়ন, সাহারবাটি ইউনিয়ন, ষোলটাকা ইউনিয়ন এবং কাথুলী ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২২ হাজার ৫০০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকী প্রমুখ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।