মেহেরপুরে একদিনে নতুন করে ৬ জন করোনা রোগীর মৃত্যু
প্রকাশ : 2021-06-27 20:37:29১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মেহেরপুরে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে আরোও পাঁচ জনের মৃত্যু হয়েছে। পাঁচজনই মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল করোনা ইউনিটে রবিবার দিবাগত রাত তিনটার দিকে মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের মৃত পিজির উদ্দিনের ছেলে নজরুল ইসলাম ৫৫, সকাল সাতটার দিকে মেহেরপুর সদর উপজেলা উজলপুর বিশ্বাসপাড়ার মোঃ ফারুক হোসেনের মেয়ে মেরিনা ৩৫, সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার রোকনের স্ত্রী রিনা খাতুন ৪৫, দুপুর ২টার দিকে মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের জহুরা খাতুন ৯০, ৩টার দিকে সদর উপজেলা আশরাফপুর গ্রামের বিলপাড়ার মৃত এজিহিম আলীর ছেলে মোহন আলী ৬৫ এবং মুজিবনগর উপজেলা মহাজনপুর গ্রামের মৃত জুবান শেখের ছেলে আব্দুল গফুর ৭০ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে মেহেরপুর জেলাতে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু’র সংখ্যা দাঁড়ালো ৪৬ জনে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মকলেছুর রহমান জানান, এই প্রথম একদিনে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা গেলেন। অধিকাংশ রোগী সঙ্কটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি হচ্ছেন। হাসপাতালে অক্সিজেনের কোন ঘাটতি নেই। কিন্তু সচেতনতার অভাবে শেষ সময়ে রোগীদের ভর্তি করাচ্ছেন, যাদের অক্সিজেন ৩০ থেকে ৪০ নেমে গেছে। ফলে চিকিৎসকদের করণীয় থাকছে না। তিনি আরো জানান, বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে রেড জনে ৩৭ জন ও ইয়োলো জনে ১০ জন করোনায় আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ৪ জন সঙ্কটাপন্ন রয়েছেন। মৃতদের দাফন কার্য স্বাস্থ্যবিধি মেনে সম্পন্ন করা হবে।