মেহেরপুরের আশরাফপুরে পাঁচটি দোকানে হামলার অভিযোগ
প্রকাশ : 2022-10-26 09:55:51১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রাম কারখানার মোড়ে পাঁচটি দোকানে হামলার অভিযোগ করেন স্থানীয়রা। মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকাল চারটার দিকে আশরাফপুর গ্রামের কারখানা মোড়ে মোল্লা কম্পিউটার এন্ড ফটোষ্টাট দোকান, ইদ্রিস আলি ফার্ণিচারের দোকন, মফিজুল ভ্যারাইটি ষ্টোর, ভাই ভাই শপিং মল ও মাসুদের সার-বিষের দোকানে পারিবারিক কলহের জের ধরে আসান ও তার ভাই ইউনুস আলির ছেলে আলমগীর দোকান বন্ধ থাকা অবস্থায় সার্টারে হাতুড়ি দিয়ে আঘাত করে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় কলিমদ্দিন, ইমাদুল, বকুল, সোহরাব আলি ও সবুজ বলেন, বিকাল চারটার দিকে মৃত জাফর ও আফুর মোল্লার ভাই ইউনুস, আসান ও ইউনুসের ছেলে আলমগীর পারিবারিক কলহের জের এবং জমিজমা সংক্রান্ত কে কেন্দ্র করে আফুর ও জাফরের ভাড়া দেওয়া দোকান গুলোতে এ হামলা চালায় তারা। এবং পরবর্তীতে তাদের বসত বাড়ীতে ভাঙচুর চালায়। আফুরের বাড়িতে গিয়ে দেখা যায় বাড়ির লোকজন হামলার ভয়ে ঘরের দরজায় তালা দিয়ে নিজেদের বাঁচাতে অন্যত্র সরে যায়। স্থানীয়দের কাছে জানতে চাইলে তারা কেউ মুখ খোলেননি।
এদিকে হামলার বিষয়ে আসান ও তার ভাইয়ের ছেলে আলমগীরের কাছে জানতে চাইলে আসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমাদের বাড়ির কাজে পুলিশ দিয়ে বাঁধা দেওয়ায় আলমগীর রেগে আমার ভাইদের ভাড়া দেওয়া দোকানগুলোতে হাতুড়ি দিয়ে বাড়ি দেয়। আলমগীরের কাছে জানতে চাইলে বলেন, প্রথমে ঘটনার কথা অস্বীকার করে। পরে সত্যতা স্বীকার করে বলেন রাগের মাথায় এটা হয়ে গেছে আমার ভুল হয়েছে। আপনারা নিউজ করেননা। সদর উপজেলা আমদহ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার ফিরাতুল ইসলাম বলেন, আমি এলাকাবাসীর কাছ থেকে শুনে ঘটনাস্থল দেখেছি দোকানের সার্টারে হাতুড়ির বাড়ি দেওয়া এবং বাড়ির টালি ভাঙচুর করেছে।
এ ঘটানায় খবর পেয়ে আশরাফপুর গ্রামের সাহেবপুর ক্যাম্পের এএসআই মিরাজ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন ঘটনার তদন্ত করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দোকান মালিকরা মেহেরপুর সদর থানায় অভিযোগ দায়ের করার জন্য গেছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।