মেহেরপুরের আম যাচ্ছে বিদেশে

প্রকাশ : 2022-06-21 15:10:15১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মেহেরপুরের আম যাচ্ছে বিদেশে

মেহেরপুরের সুস্বাদু হিমসাগর আম ইউরোপের বিভিন্ন দেশে ফ্রান্স, ইতালি, সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্যে সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। এমনটি জানিয়েছেন মেহেরপুর সদর উপজেলা কৃষি অফিসার নাসরিন আক্তার। তিনি আরো জানান, এপর্যন্ত মেহেরপুর থেকে ৮ মেট্রিক টন হিমসাগর আম রপ্তানি করা হয়েছে। সামনে ল্যাংড়া আম পাঠানো হবে। এতে বাগানিরা লাভবান হচ্ছে। যদিও এবছর তিব্র তাপদাহ ও অনাবৃষ্টির কারণে মেহেরপুরে আমের ফলন কম। মেহেরপুর থেকে আম বিদেশে রপ্তানির কারণে বাগানিরা আমের দাম ভাল পাচ্ছে। 

বাগান ব্যবসায়ী ফিরোজ শেখ বলেন, আমরা হিমসাগর আম ভাল মানের বাছাই করে প্যাকিং এর মাধ্যামে বাইরের ব্যাবসায়ীর কাছে বিক্রি করছি। ওরা আবার ঢাকাই নিয়ে বাছাই করে তারপর বিদেশে রপ্তানি করে। আম বাগান ব্যাবসায়ী শফিক বলেন, আমাদের বাগান থেকে এপর্যন্ত ৩টন মত হিমসাগর আম আমরা বিদেশে পাঠিয়েছে। এবছর আমের ফলন কম হলেও ভাল দামে আম বিক্রি করতে পেরে আমরা ক্ষতির হাত থেকে বেঁচে গেছি। আমরা যদি আরো ভাল করে প্রশিক্ষন পাই তাহলে আগামি বছর অনেকে বাগানিরা লাভবান হবে। 

আম বাছাইকারী সুরুজ শেখ বলেন, আমরা অনেকে লেবার কাজ করে যে আয় করি তাতে এসময়ে আমাদের ভালভাবে সংসার চলছে। আমাদের মেহেরপুরের আম বিদেশে যাচ্ছে আমরা খুবই আনন্দিত। বাইরের জেলা থেকে যেসব ব্যবসায়ীরা আসছে তাতে করে আমাদের বাগান মালিকরা লাভবান হচ্ছে। এসআর এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী শাহাবুদ্দিন বলেন, মেহেরপুর থেকে এর আগেও আমরা বিদেশে আম রপ্তানি করেছি। এবার আমরা ব্যপকভাবে মেহেরপুর থেকে আম রপ্তানি করার চেষ্টা করছি। এখানে আমের মান ভাল ও খুবই সুস্বাদু। কিছু কৃষক ও বাগান মালিককে আমরা প্রশিক্ষন দিয়েছে। এখনও কিছু প্রশিক্ষন হয়নি। 

এনিয়ে মেহেরপুর কৃষি অফিস আমাদের সহযোগিতা করছে। আমরা ভাল দাম দিয়ে আম নিচ্ছি। এতে কৃষক ও বাগানিরা লাভবান হচ্ছে। আশা করি সামনে আমাদের সাথে অনেক বাগানি ও কৃষকরা যুক্ত হবে এবং বিদেশে রপ্তানি করার জন্য আরো উৎসাহিত হবে। আমরা তাদের সহযোগিতা সবসময় করে যাব। আমরা এখান থেকে আম গ্রেডিং করে নিই। আবার সেন্ট্রাল থেকে গ্রেডিং করে তারপর ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করে থাকি।