মেধাবী ছাত্র নাবিলের বাঁচার আকুতি
প্রকাশ : 2021-08-13 15:36:36১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মেধাবী ছাত্র মোঃ শফিউল বারী নাবিল (১৩) জটিল রোগে আক্রান্ত হয়ে অর্থের অভাবে বিনা চিকিৎসায় মৃত্যু ঝুঁকির মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করছে। সবার সহযোগিতায় সে উন্নত চিকিৎসা নিয়ে সবার মাঝে বেঁচে থাকার আকুতি জানিয়েছে। নাবিল কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজীব গ্রামের দরিদ্র কাঠ মিস্ত্রি আলী হোসেনের পুত্র। নাবিলের বাবা আলী হোসেন জানায় তার পুত্র নাবিল জন্ম গ্রহনের পর থেকে নানা সমস্যায় ভুগতে থাকে। কিছু দিন পর পরীক্ষা-নিরীক্ষা করে ধরা পরে তার হার্টে ছিদ্র ও লাে র জটিল সমস্যা।
এলাকার মানুষের আর্থিক সহায়তা নিয়ে ২০১৯ সালের ২ এপ্রিল ভারতের ব্যঙ্গালর নারায়ণা ইনস্টিটিউট অফ কার্ডিয়াক হাসপাতালে নিয়ে গিয়ে ডাঃ দেবীপ্রশাদ শেঠির সাথে দেখা করে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা নেন। তিনি ২ বছর ঔষুধ সেবনের পর তার সাথে যোগাযোগ করতে বলেন। বর্তমানে রোগীর শারীরিক অবস্থা পরীক্ষা করে কাগজ পত্র দুই সপ্তাহ আগে তার নিকট ইমেইল করে পাঠালে তিনি চলতি ২০২১ সালেই অপারেশনের প্রস্তুতি নিয়ে ভারতে এসে তার সাথে দেখা করতে বলেন। কিন্তু এতদিন জমি বিক্রি ও মানুষের সাহায্য নিয়ে চিকিৎসা কার্যক্রম চললেও এখন তার বাড়ী ভিটা টুকু ছাড়া কোন জমি বিক্রি করার মত নেই।
ডাক্তার বলেছেন তার হাটের্র অপারেশনে ব্যয় হবে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা। যা যোগাড় করে চিকিৎসা করার ¶মতা দরিদ্র পিতার একেবারে নেই। পিতা দরিদ্র কাঠ মিস্ত্রি আলী হোসেন সরকার ও বিত্তবান মানুষের কাছে আর্থিক সহায়তা নিয়ে পুত্রের চিকিৎসা করে তাকে বাঁচাতে সবার কাছে আকুতি জানিয়েছেন।
বর্তমানে নাবিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজী বিভাগের কনসালটেন্ট ডাক্তার আব্দুল্লাহ-আল মাহমুদের তত্বাবধানে চিকিৎসাধীণ আছে। নাবিল রাজীব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প ম শ্রেণির ছাত্র। তাকে স য়ী হিসাব নং ০১০০০৪৭৪৩৫৮৫৯ জনতা ব্যাংক, কাউনিয়া শাখা অথবা বিকাশ নম্বরে -০১৭৭৩৮৬০৩১৩ সাহায্য পাঠাতে সবাই কে অনুরোধ জানিয়েছেন।