মেঘালয়ের মুখ্যমন্ত্রীর বাড়িতে বোমা হামলা, কারফিউ জারি

প্রকাশ : 2021-08-16 11:33:24১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মেঘালয়ের মুখ্যমন্ত্রীর বাড়িতে বোমা হামলা, কারফিউ জারি

ভারতের মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমার ব্যক্তিগত বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। বাড়িটি খালি থাকায় এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মুখ্যমন্ত্রী বর্তমানে তার সরকারি বাসভবনে আছেন।

মূলত রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী লাহকম্যান রিম্বুই’র বাড়িতে পুলিশের তল্লাশিতে সাবেক বিদ্রহী নেতা চেরিশস্টারফিল্ড থাংখিউ নেতা নিহত হয়েছেন। এর প্রতিবাদে লাহকম্যান রিম্বুই পদত্যাগ করেন। 

এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যের বেশ কয়েকটি এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে মেঘালয়ের রাজধানী শিলংয়ে দুই দিনের কারফিউ জারি করেছে রাজ্য সরকার। সোমবার (১৬ আগস্ট) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রোববার আসাম থেকে শিলং আসা একটি গাড়িতেও হামলা চালানো হয়। এতে গাড়ির চালক গুরুতর আহত হন। একই সময়ে শহরের বিভিন্ন অংশে পাথর ছোড়ার ঘটনাও ঘটেছে।

গত শনিবার মুখমন্ত্রী সাংমা ঘোষণা দিয়েছেন, সাবেক বিদ্রোহী নেতা ক্রিস্টারফিল্ডের মৃত্যুতে রাজ্য সরকারের পক্ষ থেকে তদন্ত করা হবে। এদিকে আসাম পুলিশের স্পেশাল ডিজিপি জিপি সিংহ টুইট বার্তায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জেরে আসামের বাসিন্দাদের কারফিউ প্রত্যাহার না করা পর্যন্ত শিলং ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।