মূল হোতা পটুয়াখালী সরকারি কলেজের প্রভাষক সোহেলকে অব্যাহতি দেয়ার চেষ্টা
প্রকাশ : 2022-02-28 13:45:29১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

গত বছরের নভেম্ভরে পটুয়াখালি সরকারি কলেজে খাদ্য অধিদপ্তরের উপ- খাদ্য পরিদর্শক নিয়োগ পরিক্ষার প্রশ্নপত্র জালিয়াতির ঘটনায় কলেজের দর্শন বিভাগের প্রভাষক ও প্রশ্নপত্র জালিয়াতির মূল হোতা সোহেল মিয়াকে অব্যহতি দিয়ে চার্জশীট প্রদান করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বলছে, এ বিষয়ে এখনই কিছু বলা যচ্ছে না, সম্পৃক্তদের বিষয়ে শীঘ্রই জানা যাবে। তবে বিশ্বস্ত সুত্রের খবর, ঘটনার মুল হোতা কলেজের দর্শন বিভাগের প্রভাষক সোহেল মিয়া। সোহেল মিয়া বরগুনা জেলার আমতালী বাইনুন বুনিয়া গ্রামের মৃত আব্দুল কাদের হাওলাদারের পুত্র। বিভিন্ন সূত্রে জানা যায় যে এর আগেও অভিযুক্ত শিক্ষকের নামে তার নিজ এলাকায় ধর্ষন, জমি জমা দখল বিবাহ বহির্ভুত নারীর সাথে সম্পর্ক জনিত একাধিক মামলা ছিল।
গত ১৯ নভেম্বর খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরিক্ষায় প্রশ্নফাসের অভিযোগে সদর থানার উপ- পরিদর্শক মো. আনোয়ার হোসেন বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছিলেন এবং আসামীদের আদালতের মাধ্যমে ২০ নভেম্বর কারাগারে পাঠানো হয়। আসামীরা হলেন, দশমিনার নুরুল ইসলাম বয়াতির ছেলে মো. মাকসুদুর রহমান (৩০) পটুয়াখালির মো. রাজ্জাক চৌকিদারের ছেলে মো. রাসেল হোসেন (৩০) গলাচিপার শহ আলম গাজির ছেলে মো. কাওছারুল আলম(৩০) দশমিনার সামসুল হক মৃধার ছেলে জহিরুল ইসলাম (৩১) নুর মোহাম্মাদের ছেলে আলিউল ইসলাম(৩২) পাথর ঘাটা বরগুনার হারুন অর রশিদের মেয়ে সিমু আক্তার(৩১)। আসামিরা বর্তমানে জামিনে রয়েছেন।
এদের মধ্যে ১নং আসামী মাকসুদুর রহমন ও ৩নং আসামি মো. কাওছারুল আলম পটুয়াখালি সরকারি কলেজের নিয়োগ পরিক্ষা কমিটির সদস্য ৩জন শিক্ষককে আর্থিক সুবিধা পাইয়ে দেয়ার জন্য পটুয়ালিতে অবস্থান করেন তাদের দীর্ঘ দিনের বন্ধু কলেজের দর্শন বিভাগের প্রভাষক ও নিয়োগ কমিটির অন্যতম সদস্য মো. সোহেল মিয়ার বাসায়। সূত্র বলছে উক্ত নিয়োগ পরীক্ষার আগের দিন আসামীরা সোহেল মিয়ার বাসায় মিটিংও করেন।
পরিক্ষা কমিটির আহ্বায়ক ছিলেন কলেজের দর্শন বিভাগের সহকারি অধ্যাপক মো. আলী হায়দার, সদস্য কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মো. কমরুল হাসান এবং অভিযুক্ত মো. সোহেল মিয়া। মামলার ৩ নং আসামি মোঃ কাওছারুল আলম সোহেল মিয়ার সম্পৃক্ততার বিষয়ে আদালতে স্বীকারোক্তি দিলেও অভিযোগ রয়েছে অভিযুক্ত শিক্ষক কলেজের অধ্যক্ষ মো. নুরুল আমিনের প্রত্যক্ষ সহযোগীতায় মামলা থেকে অব্যহতি পাওয়ার চেষ্টা করছেন।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মো. সোহেল মিয়ার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, আমি এসবের সাথে সম্পৃক্ত নই। কোন মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব রটাচ্ছে।
কলেজের শিক্ষক সমিতির সাধারন সম্পাদক সহকারি অধ্যাপক মো. সেলিম রাশা বলেন, আমার জানামতে কলেজে তার বিষয়ে কোন অভিযোগ নেই । তবে তিনি ব্যক্তিগত প্রশ্নফাসের সাথে সম্পৃক্ত আছেন কিনা সে বিষয়ে জানা নই।
অভিযোগের বিষয়ে পটুয়াখলী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তদন্তে পরিক্ষা কমিটির সাথে যুক্ত দুজন শিক্ষকের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে তবে তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা যাচ্ছে না। তদন্ত শেষের দিকে শীঘ্রই চার্জশীট জমা দেয়া হবে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. নুরুল অমিন বলেন, সোহেল মিয়া এবং প্রশ্নফাসের ঘটনায় আটক হওয়া গলাচিপা কলেজের এক শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক ব্যাচের বন্ধু হওয়ায় তাদের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠতা রয়েছে বলে জানি। তবে প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত কিনা সে বিষয়ে আমি নিশ্চিত নই। আর আমি কলেজে নতুন এসেছি এবং সোহেল মিয়া কে মামলা হতে অব্যহতির জন্য কোথাও সুপারিশ করিনি।