মুশফিকুর রহীমের বিখ্যাত সেই ‘নাগিন ড্যান্স’ দিলেন কোহলি
প্রকাশ : 2021-08-17 10:28:15১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
নাগিন ডান্সের জনক হলেন বাংলাদেশে ক্রিকেটের তারকা স্পিনার নাজমুল হোসেন অপু। এরপর মুশফিকুর রহীমের বিখ্যাত ‘নাগিন ড্যান্স’ নিয়ে ভারতীয় ক্রিকেট সমর্থকদের অনেকে ট্রল করে থাকেন। তবে এবার সেই ‘নাগিন ড্যান্স’ করতে দেখা গেল খোদ ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকেই।
কোহলির যে নাচ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে জোর চর্চা। কেননা লর্ডসের ঐতিহাসিক মাঠে ২০০৭ সালে ন্যাটওয়েস্ট ট্রফি জিতে জার্সি উড়িয়েছিলেন ভারতের তখনকার অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ঘটনাচক্রে এবারও সেই লর্ডসে উপস্থিত সৌরভ, এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হিসেবে।
সৌরভের সেই খালি গা হওয়া নিয়ে তখন বেশ বিতর্ক হয়েছিল। সেই সৌরভের সামনেই লর্ডসের ব্যালকনিতে নাগিন ড্যান্স দিয়ে নতুন করে বিতর্ক তৈরি করলেন কোহলি।
টেস্টের দ্বিতীয় দিনে এই ঘটনা ঘটান কোহলি। সে সময় তার পাশে ছিলেন মোহাম্মদ সিরাজ, লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়ালরা। তাদের সবাইকে তখন হাসতে দেখা যায়। চওড়া হাসি ছিল কোহলির মুখেও।
ভারতীয় অধিনায়কের সেই নাচের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে সময় নেয়নি। অনেকেই একে নিছকই মজা হিসেবে দেখছেন, অনেকে আবার করেছেন নেতিবাচক মন্তব্য।