মুন্সীগঞ্জ-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ
প্রকাশ : 2026-01-22 14:40:42১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-২ (টংগীবাড়ি–লৌহজং) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম চালিয়েছেন দলটির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব কে. এম. বিল্লাল হোসাইন।
পীর সাহেব চরমোনাই মনোনীত এই প্রার্থী হাতপাখা মার্কায় ভোট চেয়ে বুধবার সকাল ১০টার দিকে লৌহজং উপজেলার মালিরঅংক বাজার থেকে তাঁর নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন।
প্রচারণা ও গণসংযোগকালে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলা ও লৌহজং উপজেলা শাখার নেতাকর্মীরা। তারা নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান এবং দলীয় বার্তা ভোটারদের কাছে তুলে ধরেন।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ-২ আসনে আলহাজ্ব কে. এম. বিল্লাল হোসাইনকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে।