মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী শেখ আব্দুল্লাহকে যুবদল নেতাদের ফুলেল শুভেচ্ছা

প্রকাশ : 2025-11-13 20:07:52১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী শেখ আব্দুল্লাহকে যুবদল নেতাদের ফুলেল শুভেচ্ছা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে বিএনপি’র মনোনয়ন পাওয়ায় দলটির মনোনীত প্রার্থী সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহব্বায়ক কমিটির ১ নং সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মুন্সীগঞ্জ ও সিরাজদিখান উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার সকালে উপজেলার শেখরনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের নিজ বাড়িতে তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে জড়ো হন জেলা- উপজেলার যুবদল নেতা-কর্মীরা। এ সময় তারা শেখ মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে আসনটি পুনরুদ্ধারের আশাবাদ ব্যক্ত করেন।

মুন্সীগঞ্জ জেলা যুবদল আহব্বায়ক কমিটির সদস্য মোঃ আমজাদ হোসেন বলেন, বিএনপি থেকে আমাদের অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ নেতা শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে মুন্সীগঞ্জ-১ আসনের মনোনয়ন দেওয়ায় আমরা আনন্দিত। তিনি দীর্ঘদিন ধরে তৃণমূলের রাজনীতিতে নিবেদিতভাবে কাজ করে আসছেন। আমরা বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে সিরাজদিখান ও শ্রীনগর হবে উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়েরর রাজনীতির আদর্শ মডেল। শেখ মোহাম্মদ আব্দুল্লাহ শুধু একজন রাজনীতিক নন, তিনি আমাদের অনুপ্রেরণা। তাঁর মতো যোগ্য, সৎ ও জনপ্রিয় নেতাকে মনোনয়ন দিয়ে বিএনপি তৃণমূল কর্মীদের মন জয় করেছে। আমরা ঐক্যবদ্ধভাবে তাঁর পাশে থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করব ইনশাআল্লাহ।

শুভেচ্ছা বিনিময়কালে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, আমি জনগণের ভালোবাসা ও নেতাকর্মীদের অকৃত্রিম সমর্থন নিয়ে মাঠে আছি। জনগণ পরিবর্তন চায, গণতন্ত্র পুনরুদ্ধার চায় ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই লক্ষ্য পূরণ করব। বিএনপি আমাকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করায় মহান সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করছি। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব, ধানের শীষের বিজয় নিশ্চিত করব এবং মুন্সীগঞ্জ-১ আসনটি দেশনেত্রীকে উপহার দেব।

এ সময় উপস্থিত সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সিরাজদিখান উপজেলা বিএনপির সহ=সভাপতি মোতাহার হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান হাওলাদার, সিরাজদিখান উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অহিদুর ইসলাম অহিদ, সিরাজদিখান উপজেরা যুবদল আহব্বয়ক ইয়াছিন সুমন,সিরাজদিকান উপজেরা যুবদল যুগ্ম আহব্বয়ক দেলোয়ার হোসেনসহযুবদল নেতারা বলেন, বিএনপি’র এই মনোনয়ন মাঠপর্যায়ে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। শেখ মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে আমরা গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আরো গতিশীল হব।