মুন্সীগঞ্জ-১ আসনে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল

প্রকাশ : 2023-12-03 14:18:15১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জ-১ আসনে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনে নানা অনিয়মের কারণে তিন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেছে মুন্সীগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আবু জাফর রিপন।

রোববার (৩ ডিসেম্বর) সকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে মনোনয়নপত্র যাচাইবাছাইয়ের প্রথম পর্বে ওই আসনের ১১ জন প্রার্থীর মধ্যে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

তারা হচ্ছেন- স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবির, স্বতন্ত্র ভোটার তালিকা গরমিল থাকায় তার মনোনয়ন পত্র বাতিল হয়। বিকল্পধারার প্রার্থী মাহি বদরুদ্দোজা চৌধুরীর মনোনয়ন ঋণ খেলাপি হওয়ার কারণে বাতিল হয়েছে।

আর বিএনএম প্রার্থী ফরিদ হোসেনের মনোনয়ন পত্রে সমর্থনকারী স্থানীয় নন, এ কারণে বাতিল করা হয়।

এছাড়া ওই আসনের ১১ জন প্রার্থীর মধ্যে অন্য ৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

কা/আ