মুন্সীগঞ্জ পিটিআইতে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান 

প্রকাশ : 2022-11-16 09:44:33১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জ পিটিআইতে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান 

" দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই" এই শ্লোগানে ১৫ নভেম্বর মঙ্গলবার  মুন্সীগঞ্জ পিটিআইতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ডিপিএড প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মুন্সীগঞ্জ পিটিআই এর হলরুমে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) কামরুল ইসলাম খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ ভূঁইয়া, জেলা ক্রীড়া কর্মকর্তা খাদিজা পারভীন প্রমুখ।

মুন্সীগঞ্জ পিটিআই এর সুপারিনটেনডেন্ট দিল আফরোজ খানমের সভাপতিত্বে এবং সিনিয়র ইন্সট্রাক্টর মমতাজ শাহানা সিরাজীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রশিক্ষনার্থী হাফেজ মোহাম্মদ হোসাইন এবং গীতা থেকে পাঠ করেন- অনুরাধা দাস।

এ সময় আরো উপস্থিত ছিলেন - মুন্সীগঞ্জ পিটিআই থেকে সদ্য অবসরপ্রাপ্ত সহকারী সুপারিন্টেন্ডেন্ট মোঃ সুলতান উদ্দিন মোকামী, নারায়নগঞ্জ পিটিআই এর সহকারী সুপারিন্টেন্ডেন্ট রফিকুল আলম, মুন্সীগঞ্জ পিটিআই এর সহকারী সুপারিন্টেন্ডেন্ট আয়েশা আক্তার, সিনিয়র ইন্সট্রাক্টর এ কে এম খলিলুর রহমান, কোহিনুর আল আমিন, রফিকুল ইসলাম, গোলাম মিল্লাত, কৃষ্ণ ধর, নূরুল হুদা চৌধুরীসহ সকল ইন্সট্রাক্টর ও প্রশিক্ষনার্থীবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে মেধা তালিকায় ভালো ফলাফলের জন্য পুরস্কার হিসেবে ৬ জন প্রশিক্ষনার্থীকে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।