মুন্সীগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে লৌহজং থেকে সদস্য পদে সিরাজ মৃধা বিজয়ী
প্রকাশ : 2022-10-17 21:08:17১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জ জেলা পরিষদের সাধারণ নির্বাচনে লৌহজং উপজেলা থেকে সদস্য পদে সিরাজুল ইসলাম ওরফে সিরাজ মৃধা বিজয়ী হয়েছেন। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা মিলনায়তনে ভোট গ্রহণ করা হয়। ১৩৩টি ভোটের সবকটি ভোট পড়ে। সিরাজ মৃধা হাতি প্রতীক নিয়ে ৬৮ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইদ্রিস আলী পেয়েছেন ৫৯ ভোট। মাত্র ৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন আলমগীর কবির খান।
এ ছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে হোসনে আরা ফুটবল প্রতীকে পেয়েছেন ৪৯ ভোট, হেলেনা ইয়াসমিন দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৪৬ ভোট, আঁখি শাহিন মাইক প্রতীকে পেয়েছেন ২৬ ভোট, আছিয়া আক্তার রুমু টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৭ ভোট ও নুরজাহান হরিণ প্রতীক নিয়ে পেয়েছেন ৪ ভোট।