মুন্সীগঞ্জ জেলা কিন্ডারগার্টেন এন্ড ট্রাস্ট এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
প্রকাশ : 2022-04-08 15:56:55১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জ জেলা কিন্ডারগার্টেন এন্ড ট্রাস্ট এসোসিয়েশনের আগামী ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের জন্য ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
আজ ৮ এপ্রিল শুক্রবার সকাল দশটায় মুন্সীগঞ্জের পঞ্চসারে অবস্থিত পালর্স ন্যাশনাল স্কুলে আগামী দুই বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।
এতে সভাপতি পদে মোঃ আখতার হোসাইন ও সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলামকে নির্বাচিত করা হয়েছে। মুন্সীগঞ্জ সদরের বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুল হতে আগত প্রতিনিধিদের উপস্থিতিতে এবং সকলের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়।
মোঃ আখতার হোসাইনের সভাপতিত্বে ও আরিফুল ইসলামের সঞ্চালনায় এই নবনির্বাচিত কমিটি গঠনের কাজ সম্পন্ন হয়৷
নির্বাচিত অন্যান্ন ব্যক্তিবর্গ হলেন - সহ-সভাপতি পদে আঃ মান্নান জজ, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ মিজানুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সোহেল দেওয়ান, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সোহেল আরমান, সাংগঠনিক সম্পাদক পদে শাহনাজ বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক সোলেমন গোমেজ, শিক্ষা বিষয়ক সম্পাদক উজ্জ্বল আহমেদ, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক আবরারুল হক, প্রচার সম্পাদক মোঃ রনি হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রোজিনা আক্তার, দপ্তর সম্পাদক মোঃ আসিফ, সহ- দপ্তর সম্পাদক মোঃ আবু সাঈদ।
এছাড়া মোঃ নয়ন শরীফ ও মোঃ সানেয়ার হোসেনকে উপদেষ্টা নির্বাচিত করা হয়। প্রায় ৩০ টি স্কুলের প্রতিনিধিগণ সভায় উপস্থিত থেকে তাদের মতামত ব্যক্ত করেন।