মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচন সম্পন্ন

প্রকাশ : 2023-01-31 12:52:32১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচন সম্পন্ন

মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন ২০২৩ - ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতি পদে এডভোকেট জাকারিয়া মোল্লা এবং সাধারন সম্পাদক পদে এডভোকেট মাসুদ আলম নির্বাচিত হয়েছেন। ৩০ জানুয়ারি সোমবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের অনুষ্ঠিত হয়। সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলে।   মোট ৩৪২ জন ভোটারের মধ্যে ৩৪১ জন ভোটার ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করেন। মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নাসিমা আক্তার ফলাফল ঘোষণা করেন। মোট ১৫ টি পদের মধ্যে সভাপতিসহ ৯ টি পদে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ এবং ৫ টিতে আওয়ামী সমর্থিত আইনজীবী পরিষদের সদস্যরা নির্বাচনে জয়লাভ করেন।  সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের  সমর্থিত প্যানেল থেকে অ্যাডভোকেট জাকারিয়া মোল্লা ২২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধুর আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট শ ম হাবিবুর রহমান পেয়েছেন ১০১ ভোট। সাধারণ সম্পাদক পদে একমাত্র স্বতন্ত্র প্রার্থী মোঃ মাসুদ আলম ১২৭ ভোট পেয়ে জয়লাভ করেন।  মাসুদ আলম ২০২২ - ২০২৩ কার্যকরী পরিষদে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের পক্ষ থেকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন।

 

এছাড়া সহ সভাপতি জসিম খান (আ লীগ),  সহ-সভাপতি রিয়াজুল ইসলাম মানিক (আ লীগ), সহ সাঃ সম্পাদক আকলিমা আক্তার সুপ্তি ( বি এন পি), কোষাধ্যক্ষ  হযরত আলী( আ লীগ),  লাইব্রেরী সম্পাদক মমিনুল ইসলাম (বি এন পি),  দপ্তর সম্পাদক শাখাওয়াত হোসেন সুজন (বি এন পি),  ধর্ম সম্পাদক মোঃ মোস্তফা (বি এন পি),  মহিলা সম্পাদক অনন্যা ইসলাম (বি এন পি), ক্রীড়া সম্পাদক শাহরিয়ার রকি ( আ লীগ),  কার্যকরী সদস্য  নুর হোসেন ( বি এন পি),  কার্যকরী সদস্য ঢালী মাহবুব (বি এন পি),  কার্যকরী সদস্য  সাইফুল বিন আলী সাগর (বি এন পি),  কার্যকরী সদস্য প্রিন্স ফয়সাল (আ লীগ)।