মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশ : 2022-03-29 13:56:36১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

নির্ভীক সাংবাদিকতায় দেশ গঠনের বৈপ্লবিক প্রয়াসে এই স্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

গত  ২৭ শে মার্চ সোমবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরস্থ স্থানীয় এক রেস্তোরাঁয়  মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক  ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি কাজী বিপ্লব হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অনলাইন প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রোকুমুরজামান  রনি ।  প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন অনলাইন নিউজ পোর্টালগুলোও অল্প সময়েই সংবাদের ‘বিশ্বাসযোগ্য মাধ্যম’ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাব এর প্রধান উপদেষ্টা দৈনিক মুন্সিগঞ্জের খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা বলেন,  বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী কনিষ্ঠ পুত্র সজীব ওয়াজেদ জয় আর অনলাইন গণমাধ্যম হচ্ছে তারই হাতে গড়া। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার পাশাপাশি অনলাইন মিডিয়া এখন সবচাইতে জনপ্রিয়।  অনলাইন প্রেসক্লাব হচ্ছে সে অনলাইন সাংবাদিকদের একত্রে রাখার একটি জায়গা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের উপদেষ্টা মুন্সিগঞ্জের  কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আরেফিন মোল্লা, দৈনিক নাগরিক সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক তানভির হাসান, দৈনিক রজতরেখা পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট শাহিন মোহাম্মদ আমানুল্লাহ, এছাড়াও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মনজুর মোর্শেদ, মাহবুবুর রহমান,  মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু সাঈদ সোহান। 

অনুষ্ঠানের শুরুতেই চারণ সাংবাদিক মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের সাবেক আহবায়ক শেখ মোহাম্মদ আলী আকবর এর মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয় পরে আনুষ্ঠানিকভাবে অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করেন।

মুন্সিগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের অভিষেক অনুষ্ঠানকে কেন্দ্র করে ফাইভ স্টার কনস্ট্রাকশন এন্ড আবাসন লিমিটেডের চেয়ারম্যান নাজমুল হাসান মিলনের সৌজন্যে নবগঠিত জেলা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে মুন্সিগঞ্জ জেলার জনপ্রিয় দৈনিক পত্রিকা মুন্সীগঞ্জের কাগজ, মুন্সিগঞ্জের খবর, রজত রেখা, নাগরিক সময়,   জাতীয়  পত্রিকা দৈনিক টারমিগান পত্রিকার সম্পাদক ও প্রকাশক মন্ডলীদের সম্মাননা স্মারক প্রদান করেন ।

এছাড়াও মুন্সীগঞ্জ পৌরসভার কাউন্সিলর মকবুল হোসেন, খাইরুল ইসলাম, শফিকুল হাসান তুষার, সংরক্ষিত নারী কাউন্সিলর নার্গিস আক্তার, রুমা আক্তার,পারভিন আক্তারকে জনসভায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

সেই সাথে মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব বাচ্চু শেখ, পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ গোলাম মোস্তফা  পক্ষ থেকে  সম্মাননা স্মারক গ্রহণ করেন তাদের প্রতিনিধি গণ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন সামাদ বিন শুভ্র,  নাট্যকার জাহাঙ্গীর আলম ঢালী,  এডভোকেট মনিরুজ্জামান কনক সহ বিশিষ্ট  সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন মুন্সীগঞ্জ  জেলা অনলাইন প্রেস ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক  শাহনাজ বেগম হীরা।