মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কর্মচারীদের ৩ দিনের প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠান
প্রকাশ : 2025-01-29 13:23:41১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সহায়ক কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধি শীর্ষক তিন দিনের প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠান করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টা দিকে এ সমাপনী অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান। সমাপনী অনুষ্ঠানে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হোসাইন রনি’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস, ইফতি হাসান ইমরান ও দুরদানা রহমান।
এর আগে গত রবিবার থেকে তিন দিন ব্যাপী বিকেল সাড়ে তিনটা হতে সাড়ে পাঁচটা পর্যন্ত কর্মদক্ষতা বৃদ্ধির প্রশি¶ণের কর্মশালা শুরু হয়। মঙ্গলবার বিকেলে প্রশি¶ণ শেষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সকল কর্মচারী ও কর্মকর্তাদের মাঝে কর্মদক্ষতার পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান আদালতে আসা বিচার প্রার্থীদের সহযোগিতার লক্ষ্যে সকল কর্মচারীদের দিক নির্দেশনা দেন। এ ব্যাপারে আদালতের নেজারত বিভাগের নাজির মো. আবু হানিফ জানান, আদালতের কর্মচারীদের তিন দিন ব্যাপী কর্মদক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ শেষে আজ সমাপনী অনুষ্ঠান করা হয়েছে।
অনুষ্ঠান শেষে আদালত কর্মচারীদের কর্মদক্ষতার পুরস্কার প্রদান করা হয়েছে। এসময় প্রধান অতিথি আদালতে আসা বিচার প্রার্থীদের সহযোগিতার লক্ষ্যে সকল কর্মচারীদের সাথে আলোচনা করেন।
কা/আ