মুন্সীগঞ্জে রিকাবী বাজার উচ্চ বিদ্যালয়ের নির্বাচনে মনোনয়ন ফরম কিনলেন আবদাল হোসেন
প্রকাশ : 2022-09-27 19:18:09১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
আসন্ন রিকাবী বাজার উচ্চ বিদ্যালয়ের নির্বাচনে মনোনয়ন ফরম কিনলেন মিরকাদিম পৌরসভার সাবেক প্যানেল মেয়র (১) ও রিকাবী বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি হাজী মোঃ আবদাল হোসেন।
আজ ২৭শে সেপ্টন্বর (মঙ্গলবার) সকালে রিকাবী বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হৃদয় কৃঞ্চ মন্ডলের কাছ থেকে তিনি এই মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
জনপ্রিয় মানুষ যার নাম মানবতার ফেরিওলা রিকাবী বাজার উন্নয়নের রুপকার, রিকাবী বাজার উচ্চ বিদ্যালয়ের টানা ৫ বারের সফল সভাপতি ছিলেন, হাজী মোঃ আবদাল হোসেন।
রিকাবী বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সূত্রে জানা যায়, আজ দুই জন সংরক্ষিত মহিলা সদস্যসহ ১০ জন সাধারন সদস্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
রিকাবী বাজার উচ্চ বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবরের ।ভোট গ্রহণ হবে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। এবারেরর নির্বাচনে ৫৮১ জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করবেন। সর্বশেষ রিকাবী বাজার উচ্চ বিদ্যালয়ে নির্বাচন ২০১৮ সালে অনুষ্ঠিত হয়।
আগামী ১৭ই অক্টোবরে সোমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে নিশ্চিত করে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর, যাচাই বাছাই এর শেষ দিন ২ অক্টোবর ও মনোনয়ন পত্র প্রত্যাহার ও তালিকা প্রকাশের শেষ দিন ৪ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
আজকে যারা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তারা হলেন হাজী আবদাল হোসেন দাতা মনোনয়ন ভোটার নং ১, কাইউম কাজী ভোটার নং ০১৯, বরজাহান মিয়া ভোটার নং ৪২১, মোঃ ইমতিয়াজ ভোটার নং ২৯২, মোঃ দিদার হোসেন ভোটার নং ১৫৬,কানিজ ফাতেমা মহিলা সদস্য ভোটার নং ৪০৮।