মুন্সীগঞ্জে ৯৪ ব্যাচের বর্ষপূতি অনুষ্ঠিত
প্রকাশ : 2022-10-14 18:33:17১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জে বন্ধুত্বের বন্ধনে ৯৪ ব্যাচ।এ শ্লোগানকে ধারন করে মুন্সীগঞ্জ জেলার এসএসসি ৯৪ ব্যাচের প্রথম বর্ষ পালন করা হয়েছে। শুক্রবার সকাল থেকেই লৌহজংয়ের গাঁওদিয়া ইউনিয়নের পদ্মার পারের শামুর বাড়ীতে দিন ব্যাপী নানা কর্মসূচী পালন করা হয়। এর মধ্যে সম্মাননা পদক প্রদান, র্যাফেল ড্র , গান কবিতা আবৃত্তি, যেমন খুশি তেমন সাজো ইত্যাদি। এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ৯৪ ব্যাচের বন্ধুরা নানা আনন্দ উৎসবে মেতে উঠে। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ৯৪ ব্যাচের এডমিন মোঃ রবিউল ইসলাম রিমন, লাভলী ইয়াসমিন, রফিকুল ইসলাম উজ্জ্বল, জাকির মৃর্ধা, বিপ্লব পালসহ আরো অনেকেই।