মুন্সীগঞ্জে ১৩ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করলো শিক্ষার্থীরা
প্রকাশ : 2024-08-10 12:52:24১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীরা। পরে এদের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
গতকাল ৯ই আগষ্ট (শুক্রবার) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মো. সামাদের পুত্র মোহাম্মদ আলী (২৯) ও একই এলাকার মো. কাউসারের পুত্র সিয়াম (১৯)।
প্রাইভেটকারটি কুমিল্লা থেকে মুন্সীগঞ্জে মুক্তারপুর সেতু হয়ে গাঁজা নিয়ে আসছিল। শিক্ষার্থীদের সন্দেহ হলে প্রাইভেটকারটি কে তারা তল্লাশি চালায়।
মুন্সীগঞ্জের দায়িত্বে থাকা সেনাবাহিনীর কমান্ডিং অফিসার লে. কর্ণেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ট্রাফিক পুলিশ না থাকায় গেল কয়েকদিন ধওে সড়কে শৃঙ্খলার কাজ করছেন শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যায় মুক্তারপুর সেতুর মুন্সীগঞ্জ প্রান্তে একটি গাড়িকে সন্দেহ হলে তল্লাশি করে গাঁজা উদ্ধার করে তারা। পরে টহলরত সেনাবাহিনীর একটি টিম খবর পেয়ে গাঁজাসহ ওই দুইজনকে আটক করে নিয়ে আসে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।