মুন্সীগঞ্জে হুসাইন মুহাম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন
প্রকাশ : 2022-07-14 21:17:39১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির উদ্যোগে সাবেক সফল রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন জেলা জাতীয় পাটির কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আলোচনা করেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো. জামাল হোসেন।
জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব জয়নাল আবেদিনের সভাপতিত্বে ও জেলা জাতীয় পাটির আহবায়ক কমিটির (ভারপ্রাপ্ত) সদস্য সচিব আসাদুজ্জামান বাবুলের সঞ্চালনায় এতে উপস্থিত থেকে আরও আলোচনা করেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কাকলী আক্তার কাকন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, মোহাম্মদ গোলাম কাদির, জেলা জাতীয় পাটির আহবায়ক কমিটির সদস্য ইসমাইল হোসেন রাহাত, এ.এফ.এম আরিফউজ্জামান দিদার, জানে আলম হাওলাদার, মুনায়েম হোসেন ভূইয়া, আজিজুল হক, মো. জহিরুল ইসলাম নাইম প্রমুখ।