মুন্সীগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান, অস্ত্র ও ককটেল সহ গ্রেপ্তার ২

প্রকাশ : 2025-11-01 11:09:16১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান, অস্ত্র ও ককটেল সহ গ্রেপ্তার ২

পৃথক অভিযানে মুন্সিগঞ্জের মোল্লাকান্দি এলাকার আলোচিত ছানা মাঝি হত্যা মামলার আসামিসহ ৩ জন ব্যক্তি পুলিশ ও সেনাবাহিনীর পৃথক যৌথ অভিযানে ৭টি তাজা ককটেল এবং ২টি সুইচ গিয়ারসহ গ্রেপ্তার হয়েছেন।তারা হলেন- ছানা মাঝি হত্যা মামলার আসামি মধ্য মাকহাটি এলাকার কাওসার (২৪) এবং মো. নাসির সর্দার (৪২) ও আল-আমিন বেপারী (২২)।

আজ ৩১ শে অক্টোবর রোজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব ও মধ্য মাকহাটি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

মো. নাসির সর্দার উপজেলার পূর্ব মাকহাটি গ্রামের নুরু মিয়া সর্দারের ছেলে, আল-আমিন বেপারী একই গ্রামের দীন ইসলাম বেপারীর ছেলে, কাওসার একই ইউনিয়নের মধ্য মাকহাটি সানাউল্লাহর ছেলে।প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন,জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির।

তিনি জানান, ভোরে প্রথমে পূর্ব মাকহাটি এলাকার মিল্টন মল্লিকের দোতলা ভবনের নিচতলায় অভিযান চালিয়ে ৭টি তাজা ককটেল ও ২টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। এসময় নাসির ও আল-আমিনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। পরে একই ইউনিয়নের মধ্য মাকহাটি এলাকার বাবু মাঝির বাড়িতে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি কাওসারকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার তিনজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার করা ককটেলগুলো নিষ্ক্রিয় করার জন্য বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে জানানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে ।