মুন্সীগঞ্জে সতর্কীকরণ সভা অনুষ্ঠিত 

প্রকাশ : 2022-08-08 16:47:30১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জে সতর্কীকরণ সভা অনুষ্ঠিত 


 আজ ৮ই আগস্ট ( সোম বার) দুপুর ১টার দি‌কে মুন্সীগঞ্জ সদর উপ‌জেলার মুন্সীগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড মুন্সীগঞ্জ সদর থানার আ‌য়োজ‌নে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন গণপরিবহন
মালিক, ড্রাইভার ও হেল্পারদের সাথে সতর্কীকরণ সভা অনুষ্ঠিত হ‌য়ে‌ছে ।

এ‌তে প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপস্থিত ছিলেন  মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল জনাব মিনহাজ উল ইসলাম ।

বিজ্ঞাপণ

সভায়  সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব তারিকুজ্জামান এবং সঞ্চালনায় ছিলেন মুন্সীগঞ্জ সদর থানার এস আই  মোঃফ‌রিদউজ্জান ফ‌রি‌দ।

আ‌রো উপস্থিত ছি‌লেন মুন্সীগঞ্জ সদর থানার ইন্স‌পেক্টর ( অপারেশন ) মোঃ‌মোজ্জা‌মেল হক ,মুন্সীগঞ্জ জেলা শ্রমিক লীগের আহবায়ক মোাঃ আক্কাস আলী ,মুন্সীগঞ্জ সদর থানার জা‌তীয় শ্রমিক  লী‌গের সভাপ‌তি মোঃসুমন বেপারী ,মুন্সীগঞ্জ সদর থানার সি‌নিয়ার সহ -সভাপ‌তি মোঃহা‌নিফ মোল্লা ,মুন্সীগঞ্জ পৌর শ্রমিক লী‌গের সাধারণ সম্পাদক  মোঃ আবুল কা‌সেম মোল্লা ,বাংলা‌দেশ মটর চালক লীগ  মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপ‌তি মোঃআওলাদ হো‌সেন ,বাংলা‌দেশ মটর চালক লীগ  মুন্সীগঞ্জ জেলা শাখার সি‌নিয়ার সহ সভাপ‌তি মোঃসুজন মাহমুদ ,বাংলা‌দেশ মটর চালক লীগ  মুন্সীগঞ্জ জেলা শাখার  অর্থবিষয়ক সম্পাদক মোঃশ‌হিদুল্লাহ , মোঃ‌অনিক ,মোঃ আ‌রিফ প্রমুখ।