মুন্সীগঞ্জে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ সাইদুর ফকির-মজিবুর বিএনপি থেকে বহিষ্কার 

প্রকাশ : 2026-01-26 15:11:08১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ সাইদুর ফকির-মজিবুর বিএনপি থেকে বহিষ্কার 

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুন্সীগঞ্জ জেলা বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন—মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য মজিবুর রহমান এবং সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ফকির।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাদের প্রাথমিক সদস্যপদসহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, দলীয় নীতিমালা ও সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অংশ হিসেবেই এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

কা/আ