মুন্সীগঞ্জে রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দৈনিক ঢাকা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশ : 2022-10-20 18:47:03১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জে রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দৈনিক ঢাকা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাব ও মুন্সিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দৈনিক ঢাকা পত্রিকার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। বৃহস্পতিবার  দুপুর আড়াইটার দিকে মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। 

মুন্সিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ঢাকা পত্রিকার জেলা প্রতিনিধি নাজমুল  হাসান মিলনের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি কাজী বিপ্লব হাসান,  মুন্সিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি হোসনে হাসানুল কবীর,   মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,  মুন্সিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ রুবেল,  মুন্সিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক শাহনাজ বেগম,  অর্থ বিষয়ক সম্পাদক মোঃ ফরহাদ,  শিক্ষা ও আইসিটি বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ খান,  প্রচার সম্পাদক মোঃ ফাহাদ মোল্লা,  সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সালমান হাসান,  কার্যনির্বাহী সদস্য এম এম রহমান,  মোহাম্মদ মিনহাজুল ইসলাম,  মুন্সিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রচার সম্পাদক লিটন  মাহমুদ,  আনিসুর রহমান রলিনসহ আরো অনেকে। 

শুভেচ্ছা বক্তব্যে বক্তারা দৈনিক ঢাকা পত্রিকার সাফল্য কামনা করেন একই সাথে পত্রিকাটির জনসম্পৃক্ততা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য ভূযসী প্রশংসা করেন।   বক্তারা মুন্সিগঞ্জ জেলার জনদুর্ভোগ ও উন্নয়নসহ জনকল্যাণমূলক সংবাদ দৈনিক ঢাকা পত্রিকার মাধ্যমে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য  জেলা প্রতিনিধির প্রতি আহবান জানান। আলোচনা শেষে কেক কেটে পত্রিকাটির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।