মুন্সীগঞ্জে রমজানে মাদ্রাসার শিক্ষার্থীদের পাশে এমপি মৃণাল কান্তি দাস
প্রকাশ : 2022-04-21 19:08:24১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পবিত্র মাহে রমজান উপলক্ষে উপহার হিসেবে মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালী ও বজ্রযোগিনী ইউনিয়নের ৩ টি মাদ্রাসায় ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। বৃহস্পতিবার তিনি মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে কুশল বিনিময় করে তাদের হাতে তুলে দেন এ উপহার সামগ্রী। উপহার সামগ্রীর মধ্যে ছিল, চাউল, ডাল, মুরগী, পুষ্টিকর ফল ইত্যাদি।
এসময় শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ উপহার দেন তিনি। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম পলাশ, শ্রমিকলীগ নেতা আবুল কাশেম সহ দলীয় নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।