মুন্সীগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি
প্রকাশ : 2025-12-01 11:24:46১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ডিপ্লোমাধারীদের মতো ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দুইঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রবিবার (৩০শে নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে সরকারি-বেসরকারি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এতে অংশ নেন। কর্মবিরতি চলাকালে আন্দোলনকারীরা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল চত্বরে অবস্থান কর্মসূচিও পালন করেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, সরকারি অন্যান্য বিভাগের ডিপ্লোমা ডিগ্রিধারীরা দশম গ্রেডের সুবিধা ভোগ করলেও বঞ্চিত রয়েছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে দীর্ঘদিন দেন দরবার করা হলেও ফাইল ফেলে রাখা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফলে বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন তারা। দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচিতে যাবেন।