মুন্সীগঞ্জে মাকহাটি গুরু চরণ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ' ৯৪ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত
প্রকাশ : 2022-10-02 10:05:02১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জ সদর উপজেলার মাকহাটি গুরু চরণ উচ্চ বিদ্যালয়ের এসএসসি '৯৪ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে ।"আয় আয় বন্ধু বান্ধবীরা ফিরে আয় " এই স্লোগানকে ধারণ করে সারা দেশ থেকে মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের এসএসসি '৯৪ ব্যাচের ছাত্র-ছাত্রীরা মিলিত হয়েছিল তাদের এই প্রাণের মেলায়।
শনিবার দিনব্যাপী মাকহাটি গুরু চরণ উচ্চ বিদ্যালয় প্রাংগণে বিদ্যালয়টির ৯৪ ব্যাচের এস. এস.সি পরীক্ষার্থীদের আয়োজনে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। মিলন মেলায় স্মৃতি চারণ করে আবেগ উদ্বেলিত হয়ে পড়ে শিক্ষার্থীরা। তারা ফিরে যান সেই ' ৯৪ এর স্মৃতির পাতায়।
তারা সেসময়ে ঘটে যাওয়া স্কুলের নানা স্মৃতি, ছাত্র শিক্ষক পারস্পরিক সম্পর্ক সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন তাদের স্মৃতিচারণমূলক বক্তব্যে।মধ্যাহ্ন ভোজ,ফটোসেশন, আলোচনা, সম্মাননা স্মারক প্রদানসহ বিভিন্ন রকম কর্মসূচির মধ্য দিয়ে তারা দিনটি উদযাপন করেন।
এসময় বিদ্যালয়টির প্রধান শিক্ষক ফারুক আহম্মেদ এসএসসি ' ৯৪ ব্যাচের ছাত্র ছাত্রীদের প্রশংসা করে বক্তব্য রাখেন।প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থী রফিকুল ইসলাম ৯৪ সঞ্চালনায় এসময় অন্যদের মাঝে আরো বক্তব্য রাখেন বিদ্যালয়টির ' ৯৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী কালাম, মাকসুদ,রফিকুল ইসলাম,মিজানুর রহমান,মামুন, আদলু শাহীন, সাথী,মাহফুজা,নাজমা,শওকত হোসেন ,সানা উল্লাহ, সিরাজ, রমজান, আলমগীর, জমশেদ আলম, রহমত উল্লাহ প্রমূখ । মিলনমেলায় স্কুলের বর্তমান শিক্ষকবৃন্দ, প্রাক্তন শিক্ষক বৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। প্রবাস থেকে ও দেশের বিভিন্ন স্থান থেকেও প্রাক্তন শিক্ষার্থীরাও অনেকে ভিডিও কলের মাধ্যমে এই মিলনমেলায় অংশ নেন।