মুন্সীগঞ্জে বৃষ্টির আশায় বিশেষ নামাজ "সালাতুল ইস্তেখারা" আদায়
প্রকাশ : 2023-04-18 11:42:34১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
প্রচন্ড তাপদাহে জনজীবন কাটছে অনেক কষ্টে, তাই একটু বৃষ্টির আশায় মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালির পাথর গ্রামের মালিরপাথর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল সোমবার (১৭ ই এপ্রিল) বেলা ১১.৪৫ মিনিটে খোলা আকাশের নিচে নামাজ অনুষ্ঠিত হয়।
বিশেষ এ নামাজে মালির পাথর গ্রামের প্রায় ১ শতাধিক মুসল্লী অংশগ্রহণ করেন।
দেশে প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন। কাঠফাটা রোদে অতিষ্ঠ সকল প্রাণীকুল। বৃষ্টি না হওয়ার কারণে নষ্ট হচ্ছে ফসল, নেমে গেছে পানির স্তর, দেখা দিয়েছে পানির তীব্র সংকট। রোদ আর গরমে অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষ।
নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন মালিরপাথর নূরে মদিনা জামে মসজিদ ও মাদ্রাসার ইমাম ও খতিব হাফেজ মাওলানা শহিদুল ইসলাম।