মুন্সীগঞ্জে বাংলা টিভির বর্ষপূর্তি উদযাপন
প্রকাশ : 2022-05-22 12:23:05১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল বাংলা টিভির ৬ষ্ঠ বর্ষ পদার্পন উদযাপন করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক শফিউদ্দিন মিলনায়তনে কেক কেটে ও আলোচনা সভার মধ্যে এ বর্ষপূর্তি উদযাপন করা হয়।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিনহাজুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলা টিভির মুন্সীগঞ্জ প্রতিনিধি রুবেল মাদবর।
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই- হাসান তুহিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা, বাংলা টিভি মাওয়া প্রতিনিধি মোঃ মোস্তফা, দপ্তর সম্পাদক মোঃ মাসুদ রানা, সাহিত্য সাংস্কৃতির সম্পাদক মোঃ সুমন ইসলাম, এনটিভি'র মুন্সীগঞ্জ প্রতিনিধি মোঃ মইনউদ্দিন সুমন, গ্লোবাল টিভি'র রাজিবুল হাসান জুয়েল, যমুনা টিভি'র মুন্সীগঞ্জ প্রতিনিধি মোঃ আরাফাত রায়হান শাকিব, শিক্ষক ও সাংবাদিক কে এম সাইফুল্লাহ ভূইয়া, সাংবাদিক ও কলামিষ্ট গোলাম আশরাফ খান উজ্জ্বল, সাংবাদিক মোঃ জাফর মিয়া, আমার বিক্রমপুর প্রধান প্রতিবেদক মোঃ সিহাব, দ্বীপ টিভি জেলাপ্রতিনিধি মোঃলিটন মাহমুদ ,সৃষ্টি টিাভির জেলা প্রতিনিধি আনিছুর রহমান রলিন ,দ্বীপ টিভির সদর প্রতিনিধি নাহিদ , সাংবাদিক মোঃশাহিন ,সাংবাদিক মোঃ সালমান হাসান , মোঃসুমন হোসেনসহ মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।