মুন্সীগঞ্জে বসতঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ
প্রকাশ : 2022-02-03 12:20:05১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের চরাঞ্চলের মোল্লাকান্দিতে একটি বসতঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের পূর্বমাকাহাটি গ্রামে এই ঘরপোড়ানোর ঘটনা ঘটে। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি।
প্রতিপক্ষের লোকজন ঘরটি পুড়িয়ে দিয়েছে দাবী করে ঘরের মালিক পূর্ব মাকাহাটি গ্রামের আলাউদ্দিন মল্লিকের ছেলে মনির হোসেন মল্লিক বলেন, বিগত ইউপি নির্বাচনে আমি ও আমার পরিবারের সদস্যরা পরাজিত চেয়ারম্যান প্রার্থী মহাসিন হক কল্পনার নির্বাচন করেছি। সেই সূত্রধরে আমার বসতঘরটি কে বা কাহারা রাতের অন্ধকারে পুড়িয়ে দিয়েছে তা এখনো নিশ্চিত হতে পারি নি। নির্বাচনের পর থেকে ঘরটি খালি ছিলো আমরা কেউ বাড়িতে থাকিনা। এসময় তিনি ঘর পোড়ানোর সাথে জড়িতদের বিচারের দাবী জানান।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু বক্কর সিদ্দিক বলেন, ঘরপুড়ে যাওয়ার ঘটনায় শুনেছি তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি ।অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।