মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে এম্বুলেন্স-ট্রাক সংঘর্ষ: নিহত ১
প্রকাশ : 2023-09-11 15:24:50১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে এম্বুলেন্স ও ট্রাক সংঘর্ষে একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে ৪টায় দিকে শ্রীনগর উপজেলার এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম মাদবর(৪৫)এম্বুলেন্স যাত্রী পটুয়াখালি উপজেলা মরিচবুনিয়া গ্রামের আমজাদ আলী মাদবরের ছেলে।
আহতরা হলেন, পটুয়াখালি সদর উপজেলা আল আমীন, শাবানা বেগম, নাছিমা, রাহিমা, রহিম, নুর আলম তারা একে অপরের আত্মীয়।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানাযায়, পটুয়াখালীর মরিচবুনিয়া উপজেলার আল-আমীন ডেঙ্গু আক্রান্ত হলে তার পরিবারের লোকজন চিকিৎসার জন্য এম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাচ্ছিল। এসময় এম্বুলেন্সটি হাসাড়া এলাকায় পৌছালে একটি মালবাহি ট্রাকের পেছনে ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। এ সময় সাতজন গুরুতর আহ হয়।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার শিংহ বলেন, মালবাহী ট্রাকের পিছনে অ্যাম্বুলেন্সটি ধাক্কা দিলে ঘটনাস্থলে এম্বুলেন্সের সামনে ছিটে থাকা যাত্রী নিহত হয়। ট্রাক ও এম্বুলেন্স দুটি থানা হেফাজতে রয়েছে। ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্স ও ট্রাক চালক দুজনেই পলাতক রয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।