মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে  সরকারি লৌহজং কলেজ চ্যাম্পিয়ন

প্রকাশ : 2023-06-18 19:16:24১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে  সরকারি লৌহজং কলেজ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ ১৮ জুন  মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ট ফ্লাইট লে. মতিউর রহমান ষ্টেডিয়ামে বিকাল ৩ ঘটিকায় বঙ্গবন্ধু আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।উক্ত ফুটবল টুর্নামেন্টে আজ ফাইনাল খেলায় মাঠে মুখোমুখি হয় লৌহজং সরকারি কলেজ ও শ্রীনগর সরকারি কলেজ।

দু’দলেরই দুর্দান্ত হাড্ডাহাড্ডি লড়াই চলে মাঠে। কোনো দলই নির্দিষ্ট সময়ে গোলের দেখা পায়নি। গোল শূন্য ড্র হয়  প্রথম ধাপের খেলায়। এরপর ট্রাইবেকারে ৩-১ গোলে লৌহজং সরকারি কলেজ শ্রীনগর সরকারি কলেজকে হারিয়ে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মোহাম্মদ মহিউদ্দিন।

জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভিন এর সভাপতিত্বে উক্ত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোঃ ফয়সাল বিপ্লব, জেলা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল  অফিসার ডা. মাহমুদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) হাসিবুর রহমান, সরকারি লৌহজং কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক প্রমুখ।

প্রধান অতিথি জনাব মহিউদ্দিন বলেন, ক্রীড়া মানুষের মানসিক ও শারীরিক প্রশান্তি ঘটায়। আমাদের বঙ্গবন্ধু ছিলেন একজন ক্রীড়ানুরাগী মানুষ তার পরিবারও ছিল ক্রীড়ানুরাগী। তাই আমাদের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা শিশু ও কিশোরদের মাদক ও নেশাদ্রব্য থেকে ফিরিয়ে ক্রীড়ানুরাগী হওয়ার জন্য এবারই প্রথম আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু করেছেন। প্রধান মন্ত্রী বিশ্বাস করেন একদিন এই কিশোরদের থেকেই একটি ভালো মানের খেলোয়ার তৈরি হবে। খেলা শেষে প্রধান অতিথির কাছ থেকে ট্রফি ও পুরষ্কার গ্রহন করেন লৌহজং সরকারি কলেজের চ্যাম্পিয়ন দল ও শ্রীনগর সরকারি কলেজের রানার্স আপ দল। মুন্সীগঞ্জে এই প্রথম আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে তাই ক্রীড়ামোদি দর্শকদের মাঝে একটি বাড়তি আকর্ষন ছিলো খেলা নিয়ে। পুরো স্টেডিয়াম জুড়ে খেলার সময় দর্শক ও শিক্ষার্থীতে ভরপুর ছিলো।