মুন্সীগঞ্জে ফেনসিডিলসহ একজন আটক
প্রকাশ : 2022-06-07 12:46:29১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জ পৌরসভায় ডিবি পুলিশের অভিযানে ৩ বোতল ফেনসিডিলসহ একজন আটক হয়েছেন। ডিবি পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদ ভিত্তিতে সোমবার বিকেল ৩ টার দিকে পৌরসভার মাটপাড়া এলাকা থেকে আলমগীর প্রধান (২৭) আটক করা হয়। আটক আলমগীর পৌরসভার খাসকান্দি (রমজানবেগ) এলাকার জামাল প্রধানের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদে পৌরসভার মাঠপাড়া এলাকার আলমগীর দোকানের সামনে থেকে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, ধৃত আসামির বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় এজাহার দায়ের করা হয়েছে। নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও আসামির বিরুদ্ধে সদর থানায় দুইটি চুরি মামলা রয়েছে বলে জানান তিনি।