মুন্সীগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জন মারা গেছেন, আহত তিন

প্রকাশ : 2022-05-11 19:58:55১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জন মারা গেছেন, আহত তিন

পুলিশ ও ফায়ারসার্ভিস জানায়, দুপুর ২ টা'র দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর চকবাজার সংলগ্ন সড়কে পণ্যবাহী ট্রাক (ঢাকা মেট্টো-ন ১৭৮৮১০) এর সাথে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক অটোরিকশা আরোহী ষোলঘর এলাকার নুরুল হক এর ছেলে নুরুন্নবী (১৪) কে মৃত ঘোষণা করেন। 

অপরদিকে বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর মাশুরগাঁও পুরাতন ফেরিঘাট এলাকায় অজ্ঞাত প্রাইভেটকারের ধাক্কায় নিরাপত্তাকর্মী আবুল কালাম আজাদ (৪১) গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আজাদ মাশুরগাঁও গ্রামের আব্দুর রহমান শেখের পুত্র।